শরৎ এলো
মঈন তাজ


বর্ষা গেলো শরৎ এলো হাসলো কাশের বন,
নীল আকাশে সাদা কালো মেঘের আভরণ।
কোথাও সাদা কোথাও কালো কোথাও আবার নীল,
নদীর চরে কাশের বনে জুড়ায় যেনো দিল্।


ভাদ্র মাসের ভ্যাপসা গরম ঝরায় গায়ে ঘাম,
ভাদ্র আশ্বিন দু'য়ে মিলে শরৎ হলো নাম।
দিনের বেলা গরম হলেও রাত্রি শেষে শীত,
ষড়ঋতুর মজার দেশে গাহি রঙের গীত।


আকাশ জুড়ে উড়ে বেড়ায় সাদাকালো মেঘ,
হঠাৎ দেখি বৃষ্টি ভেজা ঠান্ডা বায়ুর বেগ।
ঠান্ডা বায়ে শরীর তখন কী যে মজা পায়,
সারাদিনের পরিশ্রমের  ক্লান্তি উবে যায়।


শরৎ এলে আকাশ জুড়ে দেখি হরেক রঙ,
বৃষ্টি রোদের খেলায় দেখি রঙধনুটার ঢঙ।
শরৎকালে শিশির ভেজা শিউলি ফুলের ঘ্রাণ,
জুঁই কামিনী হাসনাহেনা জুড়ায় সবার প্রাণ।


যশোর
৩০/০৮/২১