সত্য মিথ্যা-২
মঈন তাজ


মিথ্যাবাদী পায়না খুঁজে
সোজা পথের দিশা,
অসৎ পথে আসবে জানি
আঁধার অমানিশা।


মিথ্যা কথা ধ্বংস আনে
সত্য আনে আলো,
মিথ্যা কথা জীবন জুড়ে
আনবে বয়ে কালো।


মিথ্যা কথা মিষ্টি লাগে
শুনতে লাগে ভালো,
বিষের মত বিষাক্ত তা
জীবন করে কালো।


মিথ্যা বলা মানুষ গুলো
সবার ক্ষতি করে,
কথায় কাজে মিল থাকেনা
অবিশ্বাসে ভরে।


সবাই দেখে খারাপ চোখে
ঘেন্না করে সবে,
সত্য নাকি মিথ্যাবাদী
কোনটি তুমি হবে?


যশোর
২০/০৬/২০