স্বয়ংপ্রভা
মঈন তাজ


প্রতি বছর আমরা করি নারী দিবস পালন,
সারা বছর করি কি তা বুকের মাঝে লালন?
একটি দিবস পেলেই বুঝি নারী জাতি খুশি,
অযথা তাই কেনো তবে পুরুষ হবে দূষি?


এক দিবসে জড়ো হলাম সকল দেনা শোধে,
মুক্ত হলাম দায়ের দেনা এই কি জাগে বোধে?
অঙ্ক করে অঙ্গীকারের হিসাব নিয়ে বসি,
অধিকারের সকল হিসাব হলো কষাকষি।


লোক দেখানো দিবস নিয়ে করছো টানাটানি?
কথায় কাজে দেখাও তবে উদার কত খানি।
শান্তনার এই দিবস দিয়ে করছো ছলাকলা,
সুযোগ বুঝে ঠিকই করো নারীর অবহেলা।


এমনি করে দিবস দিয়ে অবস করো কারে?
প্রতিক্ষণের প্রয়োজনে কাছে রাখো যারে?
এক দিবসে কেনো তবে অধিকারের কথা?
সকল সময় বলবে তাঁরা সকল কষ্ট গাঁথা।


প্রতিক্ষণে গতি আনে নারী জগত শোভা,
নারীর প্রেমে ধন্য জগত নারী স্বয়ংপ্রভা।
এক দিবসে যায় কি বাঁধা নারীর গুনের বোঝা?
জগতের এই অমূল্য ধন নয় তা এতো সোজা।


যশোর
০৮/০৩/২২