ষড়ঋতু
মঈন তাজ


গ্রীষ্ম কালে গরম বেশি পাকে নানান ফল।
মিষ্টি মধুর রসাল ফলে বাড়ে দেহের বল।


নানান স্বাদের নানান যে ফল খেতে লাগে বেশ।
গ্রীষ্ম কালে ফলের মজা নেইতো বলার শেষ।


বর্ষাকালে বৃষ্টি বাদল সারা দিনরাত ধরে।
বৃষ্টির ঐ অথৈ জলে খালবিল যায় ভরে।


বর্ষার ঐ নতুন জলে সোনা ব্যাঙের খেলা।
খালবিল আর নদীর জলে বাড়ে মাছের মেলা।


শরতকালে শুভ্র আকাশ দেখে লাগে বেশ।
ঋতুর খেলায় রং বেরঙে সাজে আমার দেশ।


কাশ ফুলের ঐ নরম ছোঁয়ায় মনটা যেন ভরে।
সাদা মেঘের ভেলায় যেন হৃদয়টা যায় উড়ে।


হেমন্তকাল বয়ে আনে পাকা ধানের ঘ্রাণ।
নবান্নের ঐ উৎসবে তাই জুড়ায় যেন প্রাণ।


মাঠের পরে ধানের হাসি বাতাসে খায় দোল।
ধানের হাসি চাষির বুকে সুখের- ই কল্লোল।


শীতকালের ঐ স্নিগ্ধ সকাল শিশির ভেজা ঘাসে।
সূর্য্যি মামা উঠলে যেন শিশির কণা হাসে।


চাদর মুড়ি দিয়ে যেন আসে শীতের বুড়ী।
শীতের পিঠা খেতে সবার বেজায় হুড়োহুড়ি।


সবার সেরা বসন্তকাল বলে ঋতুরাজ।
এই ঋতুতে প্রকৃতি তার করে নতুন সাজ।


গাছে গাছে ফুলের হাসি কচি পাতার দোলা।
প্রকৃতির ঐ নতুন সাজে লাগে রঙের মেলা।


সকাল সাঝে পাতার আড়ে কোকিল করে গান।
বসন্তের ঐ আবির রঙে জুড়ায় যেন প্রাণ।


ঋতুচক্রে হরেক সাজে মাতে আমার দেশ।
নানান ঋতুর নানান যে রঙ লাগে বড় বেশ।


ঢাকা
০১/০৬/১৯