শিক্ষা বাণিজ্য
মঈন তাজ


শিক্ষা এখন কোচিং মুখী
বিদ্যালয়ে নয়
বানিজ্যটা বাড়ছে বেশি
তাইতো লাগে ভয়।


কোচিং নিয়ে ব্যস্ত সবাই
নাই শিক্ষার মান
শ্রেণীকক্ষে হয়না পড়া
স্কুলে নাই প্রাণ।


শিক্ষকতা মহান পেশা
শ্রদ্ধা করি তাই
এখন দেখি শিক্ষকতায়
নৈতিকতা নাই।


শিক্ষা হলো নাগরিকের
মৌলিক অধিকার
শিক্ষা এখন তারি জন্য
পয়সা আছে যার।


শিক্ষকতার নৈতিকতা
হচ্ছে বিমলিন
শিক্ষা নিয়ে বাণিজ্যটা
বাড়ছে প্রতিদিন।


বিদ্যালয়ের অনেক ধরন
কত প্রকার ভেদ
এসব দেখে মাঝে মাঝে
মনে জাগে খেদ।


হাজার রকম পাঠ্যসূচী
অনেক রকম বই
এত পড়াশোনার মাঝে
নৈতিকতা কই।


শিক্ষা নিয়ে বানিজ্যটা
জমছে এখন বেশ
এমনি যদি চলতে থাকে
শিক্ষা হবে শেষ।


যশোর
২৪/১২/১৯