স্বপ্নে বিভোর আঁখি
মঈন তাজ


স্বপ্নে বিভোর দুটি আঁখি রাত্রি জেগে রই,
ভোর বিহানে উঠে খুঁজি স্বপ্ন গেলো কই।


স্বপ্ন গুলো স্বপ্ন হয়ে যায় হারিয়ে সব,
জীবন ভরে পেলাম নাতো সুখের কলোরব।


দুঃখ সুখের হিসাব কষে কাটলো জীবন বেলা,
এই জীবনে পেলাম শুধু কষ্ট অবহেলা।


তবুও জীবন বাইতে হবে গাইতে হবে গান,
স্বপ্ন সুখের সীমা কোথায় পায় যদি সন্ধান।


দুঃখ বিনা সুখের আশা যায় কি কভু করা,
কষ্ট বিনা জীবন কভু হয় কি মনোহরা?


আশার বুকে বাসা বেঁধে দূর গগনে চাই,
জোছনা ভেজা রাতের বুকে স্বপ্ন এঁকে যাই।


স্বপ্ন গুলো হাতের মুঠোই যেতো যদি ধরা,
হয়তো হতো জীবনটা আজ খুবই মনোহরা।


শিশির ভেজা সবুজ ঘাসে সোনা ঝরা হাসি,
খুব সকালে শিউলি ফুলের ঘ্রণটা অনেক বেশি।


হিমেল হাওয়ায় ভেসে আসে শিউলি ফুলের ঘ্রাণ,
সকাল বেলায় মন ভরে যায় ঘুঘু পাখির গান।


এমনি ভাবে জীবনের ঐ দুঃখ সুখে মিশে,
জীবন নদীর জল তরঙ্গে যেতে হবে ভেসে।


যশোর
১২/০৯/১৯