শ্রদ্ধা ভরে স্মরণ করি
মঈন তাজ


লক্ষ কোটি প্রাণের দামে
আসলো স্বাধীনতা
বীর বাঙালি ভাঙলো শিকল
কাটলো অধীনতা।


শাসন শোষণ দূর হলো সব
মুক্ত হলো জাতি
পূব আকাশে ফুটলো আলো
কাটলো আঁধার রাতি।


শ্রমিক মজুর কামার কুমার
এক পতাকা তলে
স্বাধীনতার জন্য সবাই
আসলো দলে দলে।


রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
স্বাধীনতা আসে
এমন স্বাধীনতার কথা
বিরল ইতিহাসে।


একটি দেশে একটি জাতি
একই মুখের ভাষা
মিলেমিশে থাকি সবাই
নিয়ে ভালোবাসা ।


উৎর্সগিত জীবন যাদের
দেশকে ভালোবেসে
শ্রদ্ধা ভরে স্মরণ করি
এই বিজয়ের মাসে।


যশোর
০৭/১২/১৯