শ্রমিকের অবদান
মঈন তাজ  

উৎসর্গঃসকল শ্রমজীবী মেহনতী মানুষের তরে

যুগে যুগে যত সভ্যতা এলো শ্রমিকের হাত ধরে,
সিক্ত হইল এই ধরা তল শ্রমিকের ঘাম ঝরে।

ভূতলে অতলে যত সম্পদ শ্রমিক দিলো তা এনে,
রাজার প্রাসাদ সজ্জিত হলো শ্রমিকের কল্যাণে।

তিলোত্তমা পৃথিবী আজকে শ্রমিকের অবদান,
শ্রমিক বলে অবহেলা নয় করি তাই সম্মান।

পাহাড় কেটে নগর বানালো এই শ্রমিকের দল,
জঙ্গল কেটে ফসল রোপিয়া করিল তা সুশীতল।

সবুজ শ্যামল পৃথিবী গড়িতে গায়ে হলো কত ক্ষত,
তবুও থামেনা অভিযান তাঁর কাজ করে অবিরত।

শ্রমিকেরা যদি শ্রম না দিত পৃথিবী ভাগার হতো,
তিলোত্তমা নগর আজকে কে তোমায় বলো দিত?

কেমন করে পেতে বলো তুমি সুখের অট্টালিকা,
শ্রমিক ছাড়া রঙের জীবন হতো তব সব ফিকা।

শ্রমিকের ঘাম গন্ধ নয় তা সুবাস ছড়ালো ভূমে,
শান্তি আনিলো শ্রমিকের ঘাম তোমার মজার ঘুমে।

পাথর ভেঙে প্রাসাদ বানালো, বানালো রাস্তা ঘাট,
মরুর বুকে ফসল রোপিয়া করিল সবুজ মাঠ।

কল কারখানা গড়িয়া উঠিলো বলতো কাহার ঘামে,
আরাম সুখের জীবন হইল কাদের পরিশ্রমে?

জীবনের প্রতি পদে পদে আছে শ্রমিকের অবদান,
পৃথিবী সাজাতে শ্রমিক মজুর করেছে জীবন দান।

রক্তে রাঙ্গানো লাল ফুল যত তাদেরই অবদান,
পৃথিবীতে যত কৃষক শ্রমিক করে যাই সম্মান।

অত্যাচারী জালিম যত হয়ে যাও সাবধান,
আজ অবেলায় স্মরণ করি শিকাগোর বলিদান।

যারা সম্মান করিতে জানেনা কৃষক শ্রমিক জনে,
তারা অবোধ তারা নির্বোধ ঘৃণা  করি সজ্ঞানে।

তাদের তরে গান গেয়ে যাই আছে যত মজদুর,
কৃষক শ্রমিক মেহনতি যত জীবন হোক মধুর।

ঢাকা
০১/০৫/১৯