স্বপ্ন
মঈন তাজ


জন্ম জন্মান্তর যে লালিত স্বপ্ন দেখি বুকের কোণে,
সে স্বপ্ন, স্বপ্নই রয়ে যায়।
পরিশ্রমে সবটুকু শক্তি দিয়ে
নিষ্ঠার সমস্তটুকু ঢেলে দিয়ে যে স্বপ্ন দেখি
সততার সবকিছু উজাড় করেও তা চাতুরী করে।


আজন্মকাল পরিশ্রমে ভাগ্য খুলেনি যাদের
নির্দয় প্রহরী খুলেনি ভাগ্যের দ্বার
অক্লান্ত পরিশ্রমে শুধু মৃত্যুর হাতছানি
অযথা দূর্ভাগ্যের টানাটানি
এটাই কি নিয়তি এই কি ভাগ্যের খেলা
চলে যায় দিন চলে যায় বেলা
মৃত্যু এসে ভেঙ্গে দেয় লালিত স্বপ্নের মেলা।


দূস্বপ্ন গুলো গনহত্যা চালায় লালিত স্বপ্নে
আবার সাজাই আবার সাজাই
বারবার অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলি স্বপ্নের রাজমহল
অথচ কোন্ অজানা ইশারায়
কোন্ অচেনা সংকেতে সমস্ত কিছু নষ্ট হয়ে যায়
অভিশপ্ত পৃথিবীর পরে বসে থাকি
একা নিজঝুম নিরালায়।


ঢাকা
০২/০৪/২৩