সিদ্ধান্ত
মঈন তাজ


কোনটা ছেড়ে কোনটা করি
শৈল ধরি না বোয়াল ধরি
ভাবছি বসে তাই,
ভাবতে গিয়েই দিন ফুরালো
এখন কিছুই নাই।


আমও গেলো ছালাও গেলো
গেলো চোখের জল,
অতি লোভে নষ্ট তাতি
এই হলো তার ফল।


সময় বুঝে সময় মত
মারতে হবে কোপ,
আমও রবে ছালাও রবে
হবেনা তার লোপ।


ঢাকা
১৩/০২/২৩