শীতের বুড়ি
মঈন তাজ


শীত নিয়ে এলো সাথে শীতের বুড়ি
ভাল লাগে রসে ভেজা ঠান্ডা মুড়ি।
খেতে বড় ভাল লাগে শীতের পিঠা
লেপ গায়ে দিয়ে শুতে লাগে বড় মিঠা।
সকালে উঠিয়া শীতে  করি ঠকঠক
মা বলে গায়ে দে শীতের পোশাক।
আশায় আছি বসে খুলব জামা।
উঠবে যখন জেগে সূর্য্যি মামা
সারা দিন কেটে যাই দেখা নাহি পাই
দুষ্টু সব ছেলে মেয়ে আগুন জ্বালাই।
        
ঢাকা
২৯/১২/১৭