স্মৃতি কথা
মঈন তাজ


কত স্মৃতি পড়ে আছে
এই সে নদীর তীরে
না পেয়ে হায় তোমার দেখা
যেতাম আমি ফিরে।


দেখলে নদী তোমার কথা
মনের মাঝে ঘুরে
জানিনা হায় কোন অনলে
হৃদয় আমার পুড়ে।


কোন আবেশে গেলে তুমি
নদীর ওপাড় চলি
তাইতো আমি মনের কথা
নদীর কাছে বলি।


জোয়ার ভাটা আসে যেমন
নদীর দু'কূল বেয়ে
তেমনি তুমি এসেছিলে
হৃদয় ছোঁয়া মেয়ে।


আজও ভাবি তোমার কথা
একলা নদীর কূলে
নতুন প্রেমে আমার কথা
হয়তো গেছো ভুলে।


যশোর
২৪/০৩/২০