সোনার বাংলাদেশ
মঈন তাজ


খুব সকালে শুনেছো কি দোয়েল পাখির ডাক?
বর্ষাকালে দেখেছো কি বেনোজলের বাঁক?
সন্ধ্যাবেলায় দেখেছো কি হরেক পাখির ঝাঁক?
রাস্তা ঘাটে শুনেছো কি পসরা ওয়ালার হাঁক?
এ যে আমার মাতৃভূমি আমার সোনার দেশ,
এ যে আমার প্রিয়ভূমি সোনার বাংলাদেশ।


মাঠের পরে দেখেছো কি শিশির ভেজা ঘাস?
দীঘির জলে সাঁতার কাটে রংবেরঙের হাঁস।
ফুল ফসলের ঘ্রাণ যেখানে পাবে বারোমাস,
আছে আমার সংগ্রামী এক জীবন ইতিহাস।
এ যে আমার মায়ের মত শান্ত শীতল বেশ,
এ যে আমার জন্মভূমি রূপ লহরির দেশ।


জৈষ্ঠ্যমাসে প্রাণ ভরে দেয় পাকা ফলের ঘ্রাণ,
বর্ষাকালে প্রাণ ফিরে পায় ওষ্ঠাগত প্রাণ।
সবুজ ঘাসে মাঠ ভরে যায় ফোটে কত ফুল,
ছলাৎছলাৎ ছন্দ তোলে ভরা গাঙের কূল।
মন মাতানো প্রাণ জুড়ানো আমার প্রিয় দেশ,
এ যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ।


যশোর
০৭/০৪/২২