শ্রেষ্ঠ নবী
মঈন তাজ


উন্নততর চরিত্র যাঁর সেইতো আমার শ্রেষ্ঠ নবী,
দিল দরদী মানব প্রেমী আদর্শের এক মহান রবি।
এই জগতে কে আর আছে তাঁহার মত আদর্শবান,
মানব জাতির জন্য সে-তো মহান রবের শ্রেষ্ঠ সে দান।


দিকভ্রান্ত মানবজাতি অন্ধকারে ডুবছে সবি,
আলোর চেরাগ বাতি হয়ে এলেন তখন দ্বীনের নবী।
দীপ্তি তাঁহার ছড়িয়ে গেলো জগত জুড়ে সবখানে,
মুহাম্মাদের নাম ছড়ালো মানব জাতির সব কানে।


মানুষ পেলো পথের দিশা আসলো ফিরে সভ্যতা,
দ্বীনের নবীর আদর্শে তাই দূর হলো সব বর্বরতা।
ন্যায় নীতি আর নিষ্ঠা দেখে মুগ্ধ হলো বিশ্ববাসী,
ধনী গরিব রাজা প্রজা সবার মুখে ফুটলো হাসি।


নবীর নামে কুৎসা করে আঁকায় যারা ব্যঙ্গ ছবি,
শাস্তি তোদের পেতেই হবে পালিয়ে তোরা কোথায় যাবি।
শয়তানি ঐ পাপিষ্ঠরা ঘৃণ্য বড়ই অপরাধী,
শেষ বিচারের আদালতে মহান প্রভু স্বয়ং বাদী।


পার পাবিনা কোথাও গিয়ে ধরা তোদের খেতেই হবে,
মহান রবের কঠিন বিচার রোজ হাশরে আসবে যবে।
পালিয়ে তখন কোথায় যাবি মুহাম্মাদের বিরোধীরা,
সঠিক পথে আয় ফিরে আয় বিবেকটাকে একটু ফিরা।


যশোর
০৯/১১/২০