শ্রম আর অদৃষ্ট
মঈন তাজ


বুকভরা আশা নিয়ে প্রত্যাহ ঘুরি
কত আশা হতাশায় হয়ে যায় চুরি।
সময়তো বয়ে যায় বেড়ে যায় ঋণ,
আয়ুর প্রদীপ শিখা হয়ে আসে ক্ষীণ্।
ভাগ্যের পরিহাস হবে নাতো মিছে,
যা হবার তাই হবে যতো ভাবি পিছে।
জীবনের সফলতা চাই যদি সবে,
আপনার কাজটুকু করে যেতে হবে।
অবহেলা করে যদি কাজে দেই আঁড়ি,
সফলতা আসবেনা আসমান ফাঁড়ি।
আপনার কাজে কভু অবহেলা নয়,
সফলতা আসবেই বলি নিশ্চয়।
নিজ কাজে শ্রম দাও মন দাও তবে,
বাকীটুকু অদৃষ্ট  মেনে নিতে হবে।


যশোর
১৪/১১/২১