সুখের সম্ভাষণ
    মঈন তাজ


কে তুমি ভাই সুখ খুঁজিছ
বন বাদাড়ে ঘুরে।
কে তুমি ভাই শান্তি খুঁজো
আকাশ বাতাস নীরে।
সুখ শান্তি সবি আছে
তোমার বুকের মাঝে।
একটু খানি ভেবে দেখো
হৃদয়ে কি বাজে।
সুখের তরে ঘুরে ঘুরে
করলে জীবন সারা।
আত্মহুতি দিলেও তোমায়
সুখ দেবেনা ধরা।
দেহের মাঝে সুখের সাগর
মনের অগোচরে।
সেথাই তুমি পাবে তারে
দেখনা খোঁজ করে।
কেন তুমি মিছে কর
দুঃখের বিলাপন।
হৃদয় খুলে দেখ
পাবে সুখের সম্ভাষন।
        
২৯/০৬/১৭
ঢাকা