শূন্যতা
মঈন তাজ


শূন্যতায় বিষন্নতা এনেছিল মনে,
শূন্য হৃদয়ে চেয়েছি শুধু তোমার পানে।


স্বপ্নের নীল মেঘে খুঁজেছি তোমায়,
এখনো রয়েছি বেঁচে তব প্রতিক্ষায়।


ক্লান্ত পথিক হয়ে ভাবি নিরালায়,
হারিয়েছি এই মন কোন অজানায়।


চেনা তুমি চির চেনা হলে না আমার,
অচেনাই রয়ে গেলে তুমি চিরকাল।


পরাতে পারিনি মালা তোমার গলায়,
নিজ সুখে খুঁজে নিলে আপন আলয়।


হৃদয়ের সুখ পাখি শূন্যে মিলায়,
তুমি বিনা এ জীবন পূর্ণ কি হয়?


শূন্যতা ভরে থাক হৃদয়ে আমার,
পূর্ণতা পেয়ে থাক তব চারিধার।


ঢাকা
২৯/০৪/১৯