শুরু হলো যুদ্ধ
মঈন তাজ


সেই সে কালো রাতের কথা
বুকে জাগায় তীব্র ব্যথা
পঁচিশে মার্চ রাতে
পাক বাহিনী অস্ত্র হাতে
থাবা দিলো কালো রাতে
হামলা অতর্কিতে।


মানবতার শপথ ভুলি
নির্বিচারে চালায় গুলি
চালায় ধ্বংসযজ্ঞ
বাঙালিদের নিধন করে
ক্ষমতাকে রাখবে ধরে
চালায় হত্যাযজ্ঞ।


বীর বাঙালি শপথ নিলো
রণাঙ্গনে রক্ত দিলো
শুরু হলো যুদ্ধ
জীবন দিয়ে লড়াই করে
স্বাধীনতা আনলো ঘরে
পাকি হলো রুদ্ধ।


ন’মাস ব্যাপী যুদ্ধ শেষে
স্বাধীনতা উঠলো হেসে
বীর বাঙালির ঘরে
পাক হানাদার ছিলো যারা
পরাজিত হলো তারা
উল্লাসে মন ভরে।


যশোর
২৬/০৩/২০