তব স্বপ্ন গড়ি
মঈন তাজ


(সনেট, ফরাসী ছন্দ বিন্যাসঃ কখখক কখখক গগ ঘঙঘঙ)


ধ্বংসযজ্ঞ থেকে তুমি,দেখেছিলে স্বপ্ন,
সোনালী তোমার দেশ, মাটি ও মানুষ।
আগামীর বাংলাদেশ, মুক্ত অকলুষ,
ক্ষুধাহীন অমলিন, পাবে সব অন্ন।
অসাধ্য সাধন তব,আনে শুভ লগ্ন,
দিগন্তে উদিত হলো, অরুণ প্রত্যুষ।
অসীম সাহসী বীর,ছড়ালে জৌলুষ,
শুরু হলো দেশ গড়া,ছিলো তা যে ভগ্ন।


স্বাধীনতা পেয়ে সব, সীমাহীন তুষ্ট,
আহাম্মুক ছিলো যত তারা হলো রুষ্ট।
সব বাঁধা ছিন্ন করে,তব স্বপ্ন গড়ি,
ব্যর্থ মোরা নই কভু, অদম্য চেতনা।
মনে নেই কোনো ভয় যদি যায় মরি,
বাজাবো অমর সুরে জয়ের দ্যোতনা।


যশোর
২২/০৩/২১