টাকা চাই
মঈন তাজ


টাকা চাই টাকা চাই
বেশি বেশি টাকা।
টাকা ছাড়া জীবনটা
লাগে বড় ফাঁকা।


টাকা ছাড়া কিছু নাই
এই দুনিয়ায়।
তাই বলি বেশি বেশি
টাকা হওয়া চায়।


টাকাকড়ি না থাকিলে
নাই সম্মান।
ঘরে বাইরে সবখানে
হবে অপমান।


টাকা ছাড়া নড়ে নাতো
ডাক্তার বাবু।
টাকা পেলে বিচারক
হয়ে যায় কাবু।


টাকা দিলে সার্টিফিকেট
পাবে ভূরি ভূরি।
টাকাকড়ি আছে যার
সম্মান তারি।


টাকা দিলে ন্যায়নীতি
যায় বহু দূরে।
বিবেক টা বেচে খায়
টাকার তরে।


টাকাকড়ি নেই যার
বড় অসহায়।
দুনিয়াতে বেঁচে থাকা
হলো তার দায়।


যশোর
০৮/০৯/১৯