উৎসর্গ
        মঈন তাজ

খালিস মনে নিয়ত টা আজ করবিরে তুই রক্ষা।
আজ উৎসব নয় উল্লাস নয় মহান ত্যাগের শিক্ষা।

ওরে আল্লাহর নাম স্মরণ করে কুরবানী আজ কর্।
খোদার ডাকে সাড়া দিতে করিস নারে ডর।

স্বপ্ন যোগে ইব্রাহিম কে কহে অন্তর্যামী।
তোমার প্রিয় বস্তুকে আজ কুরবানী দাও তুমি।

খোদার প্রেমে আকুল পুত্র শুনে পিতার কথা।
বলেন পুত্র আর দেরি নয়, নয় কোন ব্যাকুলতা।

ইব্রাহিম আর ইসমাঈল এর মহান ত্যাগের কথা।
ওহে মুসলিম অন্তরে তোর থাকুক সদাই গাঁথা।

লোক দেখানো কুরবানী নয় নিয়তটা হোক খাঁটি।
মনের কলুষ যাক ধুয়ে সব সরল পথে হাঁটি।

আজ মহান ত্যাগের শিক্ষা সবার ফুটুক হৃদয় বাগে।
ওরে আপন মনের পশুটাকে কুরবানী কর আগে।

ওরে মন হৃদয়ের কলুষতা না হয় যদি সাফ।
কি করে তোর কুরবানীতে গুনাহ হবে মাফ।

কি করে আজ পাবিরে তুই সঠিক পথের দিশা?
এই কুরবানীতে কাটুকরে তোর মনের অমানিশা।

জাতির পিতার আদর্শ যার হৃদয়ে নাই গাঁথা।
লোক দেখানো কুরবানী তোর ষোলআনায় বৃথা।

ঢাকা
০৯/১০/১৯