ভাল্লাগেনা শীত
মঈন তাজ


নানা রকম বাহারি ফুল
মৌমাছি সব জোটে,
তবুও দাদা শীতকালটা
ভাল্লাগেনা মোটে।


শীতবস্ত্র পায়েস পিঠা
সবার কি তা জোটে,
শীতকালটা আমার দাদা
ভাল্লাগেনা মোটে।


ক্ষেত খামারে মজুর মুটে
কষ্ট শুধু বাড়ে,
শীত কালের কষ্ট কথা
বুঝায় বলো কারে?


ঠান্ডা জলে গোসল করা
কি যে বিপাক ঘটে,
সবার তরে শীতকালটা
আনন্দ নয় বটে।


রেলের ধারে বস্তী ঘরে
শীতের কাঁটা ফোটে,
এ সব দেখে শীতকালটা
ভাল্লাগেনা মোটে।


সর্দি কাশি হিমেল বায়ু
বন্ধ করে নাক,
তাইতো বলি শীতের মজা
বহু দূরেই থাক্।


শুষ্ক বায়ে রুক্ষ হয়ে
গাও হাত পা ফাটে,
মজার চেয়ে সাজাই দিয়ে
শীতকালটা কাটে।


রসের মিঠা হরেক পিঠা
ফুঁটাই হাসি ঠোঁটে,
তবুও দাদা শীতকালটা
ভাল্লাগেনা মোটে।


যশোর
২২/১২/২১