ভ্রান্তির গান
             মঈন তাজ


দিকে দিকে শুনি ভ্রান্তির গান
পিটায় যে যার ঢাক।
শান্তির তরে ভ্রান্তি ছড়ায়
মানুষ  তো হতবাক!


আজব কথা গুজব শুনে
মানুষ করি খুন!
এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে
ধরেছে আজ ঘুন।


স্বার্থান্ধরা বড়ই অন্ধ
চোখ থাকিতে কানা।
জেনে বুঝে অকাজ করে
এতটুকু নেই ঘৃণা।


মানুষ এখন বড়ই আজব
হয়েছে বর্বর।
শয়তানে আজ গ্রাস করেছে
আমাদের অন্তর।


সত্য ত্যাগী সুযোগ ভোগী
গলায় বড় জোর।
মিথ্যা ত্যাগী সত্যের যোগী
তারাই আজকে চোর।


ঢাকা
০৩/০৭/১৯