ভুল থেকে শিক্ষা
মঈন তাজ


ভুল মানে তো নতুন শিক্ষা
ভুল বলে তো নেই কিছু
ভুল হলে তাই চুপ থেকোনা
ছাড়বে কেন তার পিছু?


ভুলের ফর্দ বাড়বে যতই
ততই নতুন আবিষ্কার
জ্ঞানী গুনী মনিষীদের
কর্মতে তাই পরিষ্কার।


যারা যত ভুল করেছে
তাঁরাই বড় বিজ্ঞানী
যারা কোন ভুল করেনি
তারা ছিলো অজ্ঞানী।


ভুল মানে তো নতুন শিক্ষা
নতুন করে পথ চলা
সুদক্ষ ঐ চাষির মতন
নিত্য নতুন জ্ঞান ফলা।


ভুল থেকে যে শিক্ষা নিলো
তাইতো হলো জ্ঞানের কাজ
ভুল থেকে তাই শিক্ষা নিয়ে
মাথায় পরি জ্ঞানের তাজ।


তাই বলে কি সারা জীবন
চলবে তুমি ভুল পথে
সঠিক পথটি খুঁজতে হবে
জীবন পথের ভুল হতে।


ভুল মানুষের প্রেমে পরে
সঠিক মানুষ চিনে নাও
ভুল পথটা ছেড়ে দিয়ে
সঠিক পথের যাত্রী হও।


চাঁপাই নবাবগঞ্জ
২১/১০/১৯