বাংলা নববর্ষ
মোজাম্মেল সুমন


আমরা আরামপ্রিয় বাঙালি জাতি,
বহুমুখী উৎসবে মিলেমিশে মাতি ।
মিলেমিশে সম্প্রীতিতে থাকি খুশি,
মনে নেই হিংসা- ভালোবাসা পুষি ।


থেকেথেকে বাজছে সুখের বীণ,
এসেছে নতুন বছরের নতুন দিন ।
নববর্ষ ঐতিহ্যচেতনায় মুগ্ধ করে,
বৈশাখ এসেছে বাঙালির ঘরে ।


পদ্মানদীর ইলিশ আর পান্তা ভাতে-
কাঁচামরিচ আর পিঁয়াজও তাতে-
বাঙালিয়ানা স্বাদ! মন্দ নয় মোটে,
নববর্ষে সবার মুখে হাসি ফোটে ।


নেইতো কারো সাথে কারো আড়ি,
ছেলেদের পাঞ্জাবি- মেয়েদের শাড়ি ।
শিশুকিশোরা নতুন পোষাক পরে,
সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দে ভরে ।


মানুষের ছোটো ছোটো চাওয়া,
ঘুরতে ফিরতে নিমিষে পাওয়া ।
প্রকৃতিতে এসেছে নতুনের ডাক,
নববর্ষে সব দুঃখকষ্ট মুছে যাক ।


দূরীভূত হোক হতাশার  কালো,
বৈশাখ আমাদের তরে ভালো ।
আজ চারিদিকে মুখরিত তব হর্ষ,
পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ ।