ভালোবাসায় মানবতা
মোজাম্মেল সুমন


ভালোবাসা একধরণের মনস্তাত্ত্বিক আবেগ
বিশুদ্ধ মনের গভীরে দরদের জ্যোতি থাকে,
প্রকৃত ভালোবাসা কখনও হয় নাকো সাবেক
ভালোবাসা মানুষকে সুন্দরের দিকে ডাকে।


সূর্য পৃথিবীকে ভালোবাসে সমগ্র আলো দিয়ে
অন্ধকারের লুকোচুরি খেলা নিভে যায় আলোয়,
চাঁদটা রাত্রিকার সাথে জ্যোছনাকে দেয় বিয়ে
প্রকৃতিময় শিক্ষাতত্ত্ব অমর হয়ে থাকে ভালোয়।


ফল দিয়েও থাকে নাকো বৃক্ষের কোনো গৌরব
আমাদের বাঁচাতে অক্সিজেন ছড়ায় নিঃশ্বাসে,
ফুল ফুটে ঝরে যায়, রেখে যায় মুগ্ধকরা সৌরভ
এভাবে ভালোবাসার অনুভূতি জাগ্রত, বিশ্বাসে।


পথের ধারে থাকা অনাহারী মুখ ভরে দিবো ভাতে
মোমবাতির মতো মানবতার আলো দিবো জ্বেলে,
অসহায়ের মাঝে সান্ত্বনা দিবো দিনে কিংবা রাতে
মানুষের মাঝেই ভালোবাসার খেলা যাবো খেলে।


ছাতা এগিয়ে দিবো ভিজছে যে মানুষটি বরষায়
ভালোবাসায় মানবতার ফুল ফুটাবো হাসি মুখে,
শীতেগ্রীষ্মে নির্ভরতার শ্রেষ্ঠ প্রতীক হবো ভরসায়
সুন্দর পৃথিবীতে একসাথে থাকবো সবাই সুখে।


পৃথিবীকে সাজাতে লাগে না অলৌকিক ক্ষমতা
সুন্দর স্বচ্ছতায় নিজেকে বাঁধো সততার নীড়ে,
প্রয়োজন শুধু নির্মল সহানুভূতির অকৃত্রিম মমতা
মানুষেরই ভালোবাসায় বাঁচবো মহোন্নত শিরে।