কুরবানি ঈদ
মোজাম্মেল সুমন


কুরবানি ঈদের হাতছানি দিচ্ছে
সর্বত্রই বইছে আনন্দের বাতাস,
প্রতিটি মুসলমান প্রস্তুতি নিচ্ছে
খুশিতে মাতোয়ারা নীল আকাশ।


তাক্বওয়ায় জাগ্রত হোক বসু
আল্লাহর বিধান মানবো সবাই,
সামর্থ্যবান কিনুক কুরবানি পশু
মনের পশুকেও করবো জবাই।


ঈদুল আযহার নামাজ পড়বো
নামাজ শেষে করবো কুরবান,
মানুষে মানুষে সম্প্রীতি গড়বো
মাংস বণ্টনে মানবো কুরআন।


পরিবার আত্মীয় প্রতিবেশী সবে
সহাস্যে কুরবানির মাংস দিবো,
ঈদের আনন্দটা ভাগাভাগি রবে
পথশিশুরও খোঁজ খবর নিবো।


আত্মাকে পবিত্র রাখতে হবেই
সততার সীমানাতে থাকা চাই,
আল্লাহকে পাওয়া যাবে তবেই
সকল মিথ্যাকে ধ্বংসিবো তাই।


বিসর্জন শিখবো, রবো দ্বীনে
ভুলবো অহংকার হিংসা জিদ,
স্রষ্টাভীতি অসম্ভব সাধনা বিনে
সকলের আনন্দময় হোক ঈদ।