সেতুবন্ধন
মোজাম্মেল সুমন


আমি তোমার তুমি আমার হৃদয়ের অন্ত্যমিল,
ভালোবাসায় ভরিয়ে রাখি জীবনের ছন্দমিল।
প্রেমময় পৃথিবীর ছাদে তোমার আমার বসবাস,
হৃদয় নিংড়ানো অনুভূতি পবিত্রতার বহিঃপ্রকাশ।


তোমার মাঝেই আমার জীবনতরী পেয়েছে ঠাঁই,
তুমিই আমার সম্মোহিতা যার যথার্থ তুলনা নাই।
মনের সিংহাসনে তুমিই ভালোবাসার শ্রেষ্ঠা রানী,
আমি ভালোবাসা বলতে কেবল তোমাকেই মানি।


সকাল হলেই তোমায় দেখি, তুমিই ঊষার পরী,
দূপুরে বিকেলে সাঁঝে রাতে আপনমনে স্মরি।
তোমার দুচোখে ঝিলমিল করে মায়াবী চাহনি,
কোমল আদরে আচ্ছাদিত দুটি গালের কাহিনী।


প্রেমের স্বরুপ আঁকা তোমার বঙ্কিম গ্রীবাদেশে,
আমি পরিপূর্ণ মুগ্ধায়িত হয়ে দেখি ভালোবেসে।
তোমার মুখের হাসি যেনো জ্যোৎস্না মাখা রজনী,
আমার আঁধার জীবনে তুমি আলো প্রাণ সজনী।


তোমার দুটি ঠোঁটে ভালোবাসার স্বপ্নবীজ বপিত,
আমার প্রেম তোমার হৃদয়ে হেমাঙ্গে চিরজাগ্রত।
মনের ভিতরে কিংবা দেহের বাহিরে তুমিই শুধু,
হৃদয়ের আঙিনা জুড়ে তুমিই আমার লক্ষ্মী বধু।


যতো দেখি তোমায় পাই আমি আরো কাছে,
মহাধন্য আমি 'তুমি' বলে কেউ একজন আছে।
আমি রসিক প্রেমিক রসালো ঋতু সারাজীবন,
জীবন জুড়ে তুমিই আমার হৃদয়ের সেতুবন্ধন।