জীবন মাঝে সাজায়ে মৃত্যু রথ
মিছেমিছি কতো স্বপ্ন আঁকা!
শত শত ভুলের মাঝে দেখি,
এ ভুবনে জনম আমার বৃথা!


জীবন নামের ভাঙা তরীখানি
কখন যে যায় কালস্রোতে ভেসে,
কর্মপানে তাকিয়ে আজি দেখি
ভন্ড এ আমি সাধু-সন্যাসী বেশে!


জীবনের যে কি জানি
হয় মানে,কে জানে?
আমি ভেবে পাইনা কোনো দিশা!
তাই বুঝি আজ মনের অগোচরে
পেয়েছে আমার চরম মৃত্যু নিশা!


জীবন,একি হারিয়ে যাওয়ার পথ?
নাকি,অন্ধকারের আড়ালে কিছু
ঝাপসা আলোর আশা?
জীবনের এই সান্ধ্য ক্ষণে বসে
বলবার কিছু খুঁজে না পাই ভাষা!
=====<মন>=====