মনটা যদি বাঁধা যেত
নিত্য দিনই আপন কাজে,
সুখী বোধহয় সবাই হতো
জগৎ মাঝে!


নজরুল তবে লিখত না আর
বসে বসে বিষের বাঁশি,
দিন ও রাতের মায়া ছেড়ে
ডুবতো না আর রবি-শশী!


ভাবের কিছু কথা বলা-
ছাড়ত নাকো রবীন্দ্রনাথ,
থাকতো না কেউ গরীব-দুঃখী-
হতো না কেউ এতিম-অনাথ!


কিন্তু মনতো ঘুরবে সদা
মানবে না সে কারো মানা,
মনটা কখন কি-ই বা চায়
তা তো কভূ যায় না জানা!


যখন জানবে দেখবে তখন
সামনে বিশাল বাঁধার পাহাড়!
যাবে উড়ে সকল স্বপন-
পাবে না তো নাগাল তাহার!


এম্নি ভাবে সহ্য করে
বাঁচতে হবে চিরটা দিন,
থাকতে হবে এম্নি করেই
সারাজীবন মনের অধীন!
=====<মন>=====