একদিন তোমার মুখে গান শুনতে চেয়েছিলাম,
মনে আছে-ভৈরবী আর ঠুংরী গানে
মিশিয়েছিলে প্রাণে প্রাণে,
মিশেছিলে আমার সনে,আমার মনে!


সেদিন হতে গানের ছলে-
যুক্ত ছিলেম তোমার দলে,
মুক্তমনা,হে-উদাসী,
হে মনচোর,সর্বনাশী!


গানের সুরায় মাতাল রেখে-
রুপের মায়া লুকিয়েছিলে!
চোখের পানে তাকিয়ে হঠাৎ
ভেসে গেণু চোখের জলে!
সুরের প্রেমে হারাতে গিয়ে
আটকে গেলাম স্বরের মায়ায়,
সুরের ছায়া পালিয়ে গেল-
বেঁধে নিলাম তোমার ছায়ায়!
যেতে যেতে অনেকটা দূর
চলে গেলাম তুমি,আমি,
চুরি হলো মন দু'জনার
দু'জন হলাম মন আসামী!


কতকিছুই চেয়েছিনু
পেয়েছিনু তোমা হতে,
একটাই চাওয়া রইল বাকী-
হয়নি চাওয়া কোনো মতে!
হাতটি তোমার একটুখানি-
ছুঁইয়ে দিতে মোর কপালে,
একটু আদর করতে আমায়
ঘুম পাড়ানি গানের ছলে!
না চাইতেই প্রাণের প্রিয়া
চলে গেলি এতো দূরে,
এই চাওয়াটাই ব্যথা হয়ে
মনের মধ্যে ঘুরে ফিরে!
দিয়ে যাওনি একটি কথা-
ভুলবে না আর এ অধমে,
পাগল হয়ে যে-আজো হায়
ঘুরে তোমার পথের পানে!
=====<মন>=====