..…২য় অংশ…


অতশত ভেবে শেষে পেলাম না সমাধান,
ভাবি মনে মনে হায়,এই বুঝি বর্তমান?
এত দ্বিধা জর্জরিত,এত শত পথ,
এত বক্র পথে তার এত জটিল রথ!
হঠাৎ ডাকিছে কে যে সম্মুখে এসে-
আমারই প্রতিচ্ছবি-বলে হেসে হেসে-
ওরে মুর্খ,ওরে ভন্ড,ওরে জ্ঞানহীন,
এত বোকা রয়ে গেলি তুই চিরদিন!
অতীত সে চলে গেছে,ভবিষ্যতের দিশা নাই-
যা করবে তুমি এখন-বর্তমান তাই!
অতীত মনে করো না,ভবিষ্যতেও তাকায়ো না,
পুর্ণ কর আছে যত বর্তমানের বাসনা!
অতীত-ভবিষ্যতের মাঝে করে বাস-
বর্তমান হাসে মৃদু-নিয়ে দির্ঘশ্বাস!
ভেব না করেছ যা তুমি অতীতে,
ভেব না কি পাবে তুমি আঁধার ভাবীতে।
গেয়ে যাও তুমি শুধু বর্তমানের গান-
এতাই শীর্ষমন্ত্র,এখানেই পাবে স্থান!
অতীত-ভবিষ্যত দুটোই ঘোলাটে,
বর্তমানে ঘটবেই তা যা আছে ললাটে!
সাবধানে তাই করো বর্তমানের কাজ,
যা মনে চায় কর তুমি ভুলে সব লাজ!
পাছে লোকে যাই বলে-শুনবে না কিছু ভুলে,
অতীত-ভবিষ্যত রেখ তোমার পদতলে।
বর্তমানে যা করবে তাই হলো সব,
ইহাই বলে দিবে তোমার অতীত-ভবিষ্যত!
=====<মন>=====