< এই কবিতাটি বেশ বড় বিধায় খন্ড খন্ড ভাবে প্রকাশ করলাম>


মিটিং হচ্ছে-
সকলে চুপ কর,
দেশ রক্ষার মিটিং-
দেশ যে যাচ্ছে উচ্ছ্বন্নে!


বাঁচাতে হবে,এ দেশটারে,
খুবলে খাব কতদিন আর?
মিটিং হচ্ছে,চুপ কর সবাই,
ভয় নেই আর,
এ যে মিটিং দেশরক্ষার!


বলিছে বক্তা,শুনিছে শ্রোতা
মনযোগের নেই অভাব,
আমরা সকলে অপেক্ষায় আছি-
কখন শেষ হবে মিটিং?
কখন হবে দেশ রক্ষা!


টিকটিক করে সময় বইছে,
মিটিং চলছে সমানে,
মিটিং শেষে খাওয়া-দাওয়া-
শুনি থালা-বাটি ঐ ঝন-ঝনে!


মিটিং শেষ-
সকলে চুপ কর!
খাবার শেষে বাহির হবে-
দেশনেতা!নয় সব জোচ্চোর!


খানা তো খায়নি-খেয়েছে এ দেশ,
খুবলে-খুবলে বুকের গোশত!
চুষিয়া চুষিয়া পেটে ভরিয়াছে-
এ যে পানি নয়-দেশের রক্ত!


আমরা সকলে বাহিরে দাড়ায়ে
ক্ষিধায় পেট জ্বলে!
তবুও অধীরে বসিয়া আছি-
দেশ গেল ডুবে জলে!


আমরাই যদি না বাঁচালাম
কে বাঁচাবে দেশটারে?
কোথা সে নেতা-হাত জোড় করি
বেড়িয়ে আয় মোদের পরে!


সকলে চুপ কর!
মিটিং,খাওয়া সব শেষ-
এবারে আসিবে ফলাফল
বাঁচিবে এ দেশ!


একে একে সবে বেড়িয়ে এল
ডজন-ডজন নেতা-নেত্রী,
পেট ভরা,তাই চোখে ঘুম
দেশ গেল জলে,তাতে কী?


ওরা কারা,তাদের পিছনে?
এত সেনা কেন অস্ত্রধরে?
ও!!নেতারে বাঁচাতে ছুটিছে ওরা!
তবে দেশ বাঁচাবে কে?


একেরে বাঁচাতে একশো সেনা,
হায়,হায় এ কি কান্ড!
কি করে বাঁচাবে এ দেশটারে?
স্বপ্ন লন্ডভন্ড!
..…..……চলবে >
=====<মন>=====