বুকের গভীর থেকেই বলেছিলে সেই কথাটা,
দু'টো বর্ণের মাঝে আমার সমগ্র জীবনটা-
বেঁধে দিলে চিরদিনের মতো!
এ মনের ভালোবাসা যতো,
তোমার কন্ঠনালী কাঁপানো নির্বাসিত বর্ণযুগল
গ্রাস করেছে।জীবন নদীর দু'কূল
ডুবিয়ে রেখেছে সেই উচ্চারিত শব্দ-"ঘৃণা"!
আজো স্বপ্নের মাঝে হৃৎপিন্ডে দেয় হানা!
তবুও তোমার ভাবনায় ডুবে থাকতে ইচ্ছে হয় সারাক্ষণ,
তোমার প্রত্যাখ্যাত ভালোবাসাই এখন আমার জীবন!
অন্তত একবার-তোমার বুকের ভেতর ঢুকতে পেরেছি,
ভালোবাসার পাত্র নয়,ঘৃণ্য হবার পরিচয় পেয়েছি!
রাতের আকাশে অপূর্ণ চাঁদ যখন-
সূর্যের করুণায় সিক্ত,তখন-
আমার ঘরে তোমার আলো জ্বলে,
ভালোবাসার নয়,ঘৃনার!ফলে-
জীবন আমার কেটে যায় নির্ঘুম একাকী!
তোমার ঘৃণা বুকে আকড়ে ধরে অপলক চেয়ে থাকি!
মহাকালের পানে,
যেন তুলে নেয় আমায় মৃত্যুদানে!
=====<মন>=====