< এই আসরের কবি " মোর্শেদ হাবীব সোহেল" ভাই অসুস্থ…তার জন্য তার পক্ষ হতে সবার কাছে দোয়া চাই…আল্লাহ/সৃষ্টিকর্তা তাকে যেন সুস্থতা দান করে…আমীন>


শেষবার হঠাৎ গেয়েছিলে কবি-
"চলে যাব"-"ভবলীলার পাঠ চুকিয়ে,
..…।"
বলেছিলে,"ডাকবে না কেউ এ নাম ধরে,
ডাকবে না মা-বাবা বলে।
বলবে না কেউ কাছে ডেকে,
কাব্য শোনা নিজের মুখে।
..….…
ধরবি না ভুল কাব্য মাঝে,
সাবাসি আর কেউ দিবি না,
..……
আশা ছিল তোদের মাঝে
আর ক'টা দিন রব বেঁচে,
তা বুঝি আর হল না রে,
মরণ আমায় ডাক দিয়েছে।
তাইতো বন্ধু তোদের ছেড়ে
এবার আমার যেতে হবে।"
..……
..……
আজ যে চোখের জল ছাপিয়ে-
বন্ধু,মনে পড়ছে তোমায়,
হয়নি জানা কোথায় থাক,
লেখব চিঠি কোন ঠিকানায়?


কি ই বা এমন অসুখ ছলে-
ছাড়লে আসা এই আসরে,
কেমনে ভুলে রইলে তুমি
দাগ কেটে এই মনের ঘরে?


কেমন আছ-বন্ধু তুমি?
জানতে বড়ই জাগছে সাধ,
সত্যি বন্ধু-আজকে কেন
মানছে না জল চোখের বাঁধ?


তবে কি আজ তোমার ঘরে
ডাক পরেছে মহাজনের?
তবে কি হায় ছোটলো ঘুড়ি
বাঁধন ছিঁড়ে এই নাটাইয়ের?


যদি কভূ আস ফিরে
বন্ধু ওরে,এই আসরে,
নেমন্তন্ন রইল তোমার
এই মনেরি শূন্য ঘরে।


আজকে তোমায় সালাম জানাই
শ্রদ্ধা অগণিত,
স্মৃতি ভেলায় ভাসবে তুমি
হবে না অন্তরিত।
=====<মন>=====