তুমি আস বারেবারে আমার কাছে,
তোমার চুমু-আলিঙ্গনে ভরে দাও আমার মন!
মৃদু কাঁপুনিতে তোমার দিকে হাত বাড়িয়ে দেই-
দু'জনে মিলে মিশে একাকার-কতো আপন!


যেন সহস্র বছর ধরে রয়েছি অপেক্ষমান,
কমল গুচ্ছে বাতাসের ঝাপটে দোলায় যেমন-
তেমনি নড়বড়ে ছিল মোদের জীবন!
হঠাৎ সকল বাঁধ ভেঙ্গে-
স্বপ্ন নদী সাতরে সাতরে
বেড়িয়ে এলে তুমি,
এ শহরে হলো তোমার অভিনন্দন!


দু'জনে চলছিলাম চেনা পথেই
হঠাৎ কি জানি-বিধির বামেই,
চোরাবালেতে পা দিয়ে চলে এলাম তোমাদের রাজ্যে!
এসেছিতো পড়েছি সোজা তোমার ঘাড়েই!
হঠাৎ ধাক্কা লেগে তুমি ছিটকে গেলে,
ভুলে গেলে পুরনো সব-
পিছনেই রয়ে গেল সকল কিছু,
আনা হলো না কোনো স্মৃতি!!