ওহে জ্ঞানী,
বলিতে কি পার-
কবে মিটিবেঐ
সাগরের তৃষ্ণা ?


হে জ্ঞানী,
বলিতে কি পার-
পথহারা পাখি
কোথায় পাবে দিশা ?


হে জ্ঞানী,
বলিবে কি তুমি মোরে-
ঐ কোকিলা ডাকে কেন
এত করূণ সুরে ?


হে জ্ঞানী,
বল মোরে এ কথা,
মরূর বুকে
লুকায়িত কোন ব্যাথা ?


হে জ্ঞানী,
বলিতে কি পার
সুখের স্বর্গ
পাব কোথা ?


হে জ্ঞানী,
বলিবে কি এ অবুঝেরে
কেন বহে ঐ
ঝড়ো বাতাস এত জোরে ?


হে জ্ঞানী,
কথা বল হায়
নীরব কেনে তুমি ?


হে জ্ঞানী,
পাওনা খুঁজে কোনো উত্তর
আমি জানি আমি জানি !


হে জ্ঞানী,
কী বুঝিবে তুমি
ব্যাথিতের সেই
হাসিভরা মুখবাণী ?


হে জ্ঞানী,
তোমার জ্ঞান তো সীমাবদ্ধ
ঐ বই পুস্তকে !
কখনো কি ভূলে খুঁজে দেখেছ
কঠিন সত্যরে ?


হে জ্ঞানী,
জানি আমি জানি,
ব্যাথিতের ব্যাথা কভূ তব চোখে,
ঝরাবেনা নোনা পানি !


হে জ্ঞানী,
বুঝিবে না তুমি ভালবাসা কি
তা জানি আমি জানি !


হে জ্ঞানী,
শোন,দেখ
ঐ প্রিয়া মোরে ডাকে,
দেখিবে কি ভালবাসা ?
চল ঐ নদীর বাঁকে,
যেথা শঙ্খচিলের মেলা,
মিশে গেছে যেথা আকাশ এসে
নদীর বুকে,
এ পড়ন্ত বেলা !