যত অসত্যই আসুক,
কলম যখন ধরতে শিখেছি ছাড়ব না আর।
গলার তলে একশখানা ছুঁড়ি,
চারিদিকে হিংস্র পশুদের ধারালো থাবা,
সমালোচনার বান,অপ্রিয় জনের করা অপমান,
সব কিছু মাথা পেতে নিয়ে-সবারে করেছি আজ আপন।
সকলের তরে আজ আমার জীবন বিলিয়ে দিলাম।
আর আমাকে কষ্ট দিয়ে তুমি অন্তত শান্তি পাবে না!
কবিতারে যখন ভালোবেসেছি-তার তরে দিয়েছি এ মন।
আমার আমি বলতে কিছুই নেই আর,শূন্য এ জীবন!
তোমার মাঝেই আমার বাঁচা আজ,হে বন্ধু,
যত পার করে যাও অপমান,এই সম্মান!
দীর্ঘশ্বাস আর ছাড়ব না জীবনে-দিলেম তারে ছুটি,
দ্বিধা,লজ্জা,ভয়কে মেরেছি গলা টিপে!
আজ আমি মুক্ত,ডুবেছি কবিতার জলে,
যদি মরে যাই,মরদেহ খুঁজে নিও কবিতার পদতলে!
কবিতা আমার মা,বাবা,ভাই,বন্ধু-স্বজন-
কবিতা আমার মন,আমার অস্তিত্ব!
তাই তো কবিতার মাঝে থাকে সুপ্ত জীবন!
=====<মন>=====
< এখানে কবিতা আমার মা,বাবা,ভাই,বন্ধু-স্বজন---এই লাইনে বুঝানো হয়েছে যে,আমার মা,বাবা,ভাই,বোন প্রমূখ ব্যাক্তিরাই একেকটা কবিতা…তাই তাদের বন্দনা হয় কবিতায়…আর তাদের তরে আমায় সপে দিয়েছি…যদি মারা যাই তবে তাদের সেবায় মরতে চাই…তাই তাদের পদতলে আমায় খুঁজে পাওয়া যাবে…কবিতা শব্দটি এখানে রুপক…>