লালে লাল অস্তকর,
নীল নীল নীলাম্বর,
হলুদাভ প্রভাকর,
কালো ভালো রাত ভর!


সাদা সাদা বরফকুজ্ঞ,
অতি লাল কৃষ্ণকুন্জ্ঞ,
নীলাকাশে পক্ষীপুন্জ্ঞ,
বধূ বরে গৃহকুন্জ্ঞ!


নীল ঐ অসীম রঙ,
কত রঙে সাজে সঙ,
লাল ঠোঁটে খুকুর ঢঙ,
বাজিছে ঘন্টা ঢঙ,ঢঙ,ঢঙ!


জীবন বেলা শেষ,
সব রঙের সমাবেশ,
কেহ বলে বেশ,বেশ,
কেহ বলে সবশেষ!
=====<মন>=====