মনের সাথে করেছি আজ সন্ধি,
যাহাই ঘটুক ভিতরে-বাহিরে
আজকে শুধুই মনের মাঝে বন্দী!


নাইবা হলো জানা
জানতে যাহা মানা,
যতই আজি হিংস্র পশু
হঠাৎ করুক হানা!
থামবো না কো এ পথ চলা,
চলবে এমন কথা বলা,
আজকে তোমার গানের গলা
লাগছে ভীষণ ভালো!


আজকে গানের সুরে
বিভোড় জগৎ ওরে,
তোর গান সকলেই ভালোবাসে
নাই বা বাসে তোরে!
মনের মধ্যে সদা
কেন লজ্জা-দ্বিধা?
আজকে পাষাণ ওরে,
রুদ্ধ সে দ্বার খোলো!


আজ যে এ মন হায়,
প্রিয়ার পানে ধায়,
যতই করি মানা
যতই আঁটি ফন্দি!
যতই করুক হানা
আজকে এ মন বন্দী!
=====<মন>=====