ধরা যে হতেছে বাসি-হে বন্ধু,
   নিবে কি আমার খবর?
ভিজাবে কি দুটি আঁখি নোনা জলে
   দেখিয়া আমার কবর?


ওই চেয়ে দেখ-অস্তপারের
   দিগন্তলাল রেখায়,
বুঝবে কি তুমি সেথা মোর নাম
   লিখিত রক্ত লেখায়!


সারাদিনমান কতো আয়োজন
   এ যেন স্বপ্নপুরী,
আজিকে বুঝি গো বন্ধু আমার
   মিটিবে সে বাহাদুরী!


বলিয়াছি কত সুখ কথা,ওরে-
   আজি দুঃখের বেলায়
সকলে তোমরা কেন চুপ করে-
   কথা কি আসে না গলায়?


সহিতেছে না যে থাকিতে নীরব
   পারি না কইতে কথা,
সকলেরে হাসায়ে মরিব কি হায়-
   নিয়ে একবুক ব্যথা!
=====<মন>=====