ফিরিয়াছ কি গো স্মৃতির পটে?
কষ্টে ভরা অতীত বটে!
আশা যত তোর নষ্ট হলো,
তারেই স্মরণ করে চল-
স্মৃতি-সমুদ্র ঘাটে।


যেথায় জীবন মাঝে
স্বপ্ন নতুন সাজে
না পাওয়ারে ভুলে ভাবীতে তাকায়
পেল কি না পেল-ফিরিয়া না চায়-
নিঠুর জীবন নটে!


এইতো সেদিন ফাগুন ধরায়
বাতাসে ফুলের গন্ধ ছরায়-
রুপের মাধুরী মনেতে গড়ায়-
মন যেন এ কি বলে!
চোখের তারায় চক্ষু পরে
দেখে নিয়ে তারে হৃদয় ভরে
নিত্য ভালোবাসা-বাসি,
মনে বারেবার যাই আর আসি,
প্রেম ঝরে চোখ জলে!
তাহারেই ভেবে চল ভেসে যাই
হারানো স্মৃতির তটে!


সেথা গিয়ে দেখি
কে যেন একা-
দাঁড়ায়ে জীবন পাড়ে,
আকাশেতে চাহি-
কারে মনে ভেবে-
দির্ঘ নিশ্বাঃস ছাড়ে!
তার কাছে যাই,
ভয়ে ভয়ে চাই,
ডাকি তারে অবশেষে!
মনে মনে ভাবি-
তারে কি চিনি?
বলিব কি কথা হেসে?


ফিরিলে সে জন,
বুঝি,অচেনাস্বপন,
বৃথা এ জনম ধরণী কোলে,
হারিয়েছি তা
পেয়েছিনু যা,
হৃদয় দগ্ধ ক্রন্দন রোলে!
=====<মন>=====