দুঃখ আছে?দুঃখ?হঠাৎ কে তুমি পুঁছিলে ভাই?
দুঃখ করি না,এখন তো আর দুঃখের দিন নাই!
        সুখের সাথী আসিছে কাছে,
        নতুন স্বপ্নে,নতুন আশে,
সুখেই আছি,তাই আজি আর পিছু ফিরে নাহি চাই!
নতুন খেয়ালে,নতুন সাথীরে নিত্য পুঁজে যাই!


তোমার কথায় সুখের মাঝেই-হঠাৎ ফিরি পিছু,
চেয়ে দেখি হায়,দুঃখ ছাড়া সেথা নাই আর কিছু!
        করে হাহাকার,এপার-ওপার
        জ্বলেছি,সাথে জ্বেলেছি দু'পার!
যে পাড়েতে মোর সোনা সংসার,ভষ্ম হইল জ্বলি!
সেই পাড়ে বসি গলা হতে মোর দুঃখের মালা খুলি!


নদী-জ্বলে ধূয়ে চোখের কাঁজল,দুঃখের মাল্যখানি-
ছুঁড়ে দিনু জলে,হঠাৎ জলে দেখি কার হাতছানি!
        বুঝিনু দুঃখ গিয়াছে ভাসি,
        দিবে না কো ব্যথা কভূ ফিরে আসি,
শেষ বিদায়ে তাই হাতনেড়ে জানাল বোবা বাণী,
সুখের তাড়নে সেদিন আমার চোখ ফেঁটে এল পানি!
=====<মন>=====