ছন্দটারে-মন মাঝারের-অন্ধকারে আগলে রাখি,
কোন ব্যথা রে-পাষাণ ওরে-বক্ষে চেপে দিস রে ফাঁকি?
ব্যথার ভারে-হৃদয়টারে-করিস কেন ছন্নছাড়া,
শিকল ছিঁড়ে-ব্যথার ঘরে-জ্বালা এবার অগ্নিধারা!
আজকে কে রে-মরণ ডরে-রাখিস ওরে রুদ্ধদ্বার?
ফণীর শিরে-মানিক তোরে-আনতে হবে নির্বিকার!
আনত শিরে-আজকে যে রে-থাকবি বসে বাক্যহীন,
এ দায় তোরে-জীবন ভরে-যাতনা দিবে রাত্রি-দিন!
আয়রে তেড়ে-জীবন পাড়ে-ডাকছে তোরে মহাকালে,
রঙিন ভোরে-ঘটতে দে রে-যাহাই আছে নির্ভেজালে!
=====<মন>=====