স্মৃতির বুকে পাথর চাপা
হাজারটা কাজ সময় মাপা
  অবসরের বালাই যাহা-
   তাহাই পাওয়া যায় না!
    হাতের কাজটি বিশাল বড়
   রৌদ্র-ছায়া খরতর
  সূর্য ঢলে পড়ো পড়ো-
তবুও সারা হয় না!


রান্নাবান্না-ঘরকন্না-টুকিটাকি,
পড়ানো-লেখানো সামান্য আঁকা-আঁকি,
  হয়না সাড়া-প্রতিদিন ঘুম থাকে বাকি!
   জীবন কেমন!চলছে তবুও চলে না!
    মনের মধ্যে বুনেছি কতো স্বপ্ন
   কতো মধুময় প্রিয়ের মিলনলগ্ন,
  আধো ঘুমঘোর চকিতে হয় যে ভগ্ন!
সবকিছু আছে,তবুও শূণ্যতা কাটে না!