স্ব্চ্ছ এক প্রেতাত্মার বসবাস আমার ভেতর,
কোনো এক আদিপুরুষের জিন থেকেই প্রাপ্ত হয়েছি নিশ্চই!
আমার দেহের সবকিছুই তো আমার ইচ্ছের নয়!
যে রক্তধারা বইছে এ দেহে তা তো আদিগনেরই দান!
হয়তো ইচ্ছে দ্বারা স্বভাব বদলেছি কিছু,
তবুও রক্ত প্রবাহিত হতে হতে জানান দিয়ে যায় আদিম তাড়না!


প্রায়ই দুঃস্বপ্নের দেশে চলে যায় আমার প্রেতাত্মা!
সেখানে কেবল সাপেদের বসবাস!
কেবল আমি ই সেখানে ভিন্ন জীব,
সকলেই আমাকে তাড়া করে বেড়ায়!
হঠাৎ ঘুম ভাঙলে দেখি শরীর কাঁপছে,বুক ধুকধুক!


অবাক হই! আতঙ্কিত হয়ে ভাবতে থাকি--
কেন আমি বারেবারে চলে যাই সর্পপুড়িতে?
কেন সকলে তাড়া করে আমায়?


তবে কি আমার আত্মা অভিশপ্ত!
তবে কি আমি ছিলাম কোনো এক শোষক নবাব?
অথবা আমার আদিজিন!
=====মন=====