তোর জন্য রইল আমার রক্তে ফোটা লাল গোলাপ,
বন্ধু ওরে, প্রাণের আধেক লিখে দিলাম তোরে,
আমার জীবনখানি জানি তোরই ভালোবাসার দান
তোরই টানে বারেবারে উঠছি পাতাল ফুড়ে!


মহাকালের বুকে হাজার-লাখো স্মৃতি আঁকা
জীবন যেন বয়ে চলা নদী,
রঙিন স্বপ্নে ঘেরা মানব জনম
স্বরলিপি যেন লেখা ধীরে নিরবধি!


তারই মাঝে ক্ষুদ্র আমি বিন্দু যেন ভেসে
ভিড়ি এসে তোর নদী তটে,
নিলি বুকে তুলে হায় দিলি মহাকালে ঠাঁই
মাখিলি দরদভরা চুমু এ ললাটে!


করিলি ঋণী ওরে চির অভাগারে
বন্ধু আমার, না চাইতে দিলি রে অমৃত,
তাইতো আধেক প্রাণ দিনু লিখে তোরে
আমার দ্বিগুণ তুই থাকিস জীবিত।
=====মন=====


রচনাঃ ২৬.০৮.২০১৫
১২.০৫am