কবিতা চিনি না!
কবিতা কি নাই সবিতার বুকে?
কবিতা নাই সদ্য হারানো নবজাতকে?


ভেসে যায় ঘর জোয়ারের জলে
মাতা ডুবে যায় পুত্রসহ জলের তলে!
এদিকে বোমায় মসজিদ গেটে মরে শিয়া দল,
ওদিকে সংসদে মন্ত্রীর গলা বাজে অনর্গল!
মাঝে আমরা বেকার যুবক কি করি হায়,
ঘরে বাপ-মা ঋণের দায়ে মাথা চাপড়ায়!
রাত্রি আসে, অনেক রাতেও ঘুম আসে না,
কঠিন সময়, কিশোরীর বুক প্রেমে ভাসে না!
টোকাইয়ের দল চাঁদের আলোয় জায়গা খোঁজে
সভ্যতার গন্ধমাখা ফুটপাতেই দু'চোখ বুজে!
অদূরে কোথাও বুক ফাটিয়ে ডাকছে কুকুর,
এসবেরই সাক্ষী থাকে শতাব্দী, ঐ অষ্টপ্রহর।


অচেনা এক কবির বুকে বাড়ে বেদনা,
মাথা ঠুকে যায়, বেলা চলে যায়, কবিতা আসে না!
বৃষ্টি পড়ে, জোছনা ঝরে, বাতাস বয়ে যায়,
কবিতা চিনি না, ডেকে যাই - শুধু একবার আয়!!!


রচনা-- 26•03•16
দুপুর- 12•30