তোমার জয়ধ্বনি করতে গিয়ে
লাখো মায়ের আর্তনাদের ভারে আমার গলা জড়িয়ে যায়!
বুক চেপে বসে থাকে বোনের শোক, স্ত্রীর সোহাগ!
চোখে বিঁধে যায় নবজাতকের কাতর চোখের জিজ্ঞাসা-
'এ আমি কোথায় এলেম?'


বহুদিন পর
সন্ন্যাসীর ব্রত ভেঙে যাওয়া কষ্টকে উপেক্ষা করে
বুক ফেটে বেরিয়ে আসতে চায় চিৎকার, বেরিয়ে আসতে চাইছে প্রশ্ন!
কিন্তু প্রশ্নটা শুনবে কে?


বস্তুত রক্তের বন্যায় ভেসে আসা মানুষের প্রশ্ন থাকতে নেই!
এই অদ্ভুত সত্যের ফলে যুদ্ধ ফেরত সৈনিকের চোখে মুখে থাকে ক্লান্তির হাসি।
গর্বে বুক ফুলিয়ে বলে বেড়ায় তার একনিষ্ঠতা!
কীভাবে কেমন করে কোন নির্ভুল নিশানায় বুলেট বিঁধিয়ে খালি করেছে আরেক মায়ের বুক,
কেড়ে নিয়েছে সন্তানের আজন্ম 'বাবা' শব্দটি!
তবুও যুদ্ধ করতে হয়।
যুদ্ধ, একটা নৈতিক কাজ!
খাবারের জন্য যুদ্ধ,
পয়সার জন্য যুদ্ধ,
জলের জন্য যুদ্ধ,
মুক্ত বাতাসে দীর্ঘশ্বাস ফেলার জন্য হলেও যুদ্ধ করতে হয় আমাদের!


জীবন যুদ্ধেরই ফলাফল!