কখনো পানশালায় ঢুকিনি,সিগারেটের ধোঁয়ায়
আচ্ছন্ন করিনি অন্দরমহল;
কখনো আমি ছুঁয়ে দেখিনি নারীর কোমলতা,
কখনো গিয়ে দেখিনি পতিতালয়ে
নটী-খদ্দেরের কোলাহল।
আমি ছিলাম আমার মাঝে,
আমার মতো করে একা-নিঃসঙ্গ,
আমাকে ভিজিয়ে যায়নি কখনো আপন ভেবে,
অবারিত সমুদ্রের শীতল তরঙ্গ।
আমাকে কাছে ডেকে কখনো স্বপ্নরা
আশার গান শোনায়নি,
বোঝায়নি  ঝর্ণাধারা প্রিয় মানুষের কাছে
ছুটে যাওয়ার সুখ;
বুকের মাঝে মায়া পুষে রাখার যে প্রশান্তি
কখনো আমাকে বলেনি ঝিনুক।
আমি বড় পানসে জীবন কাটিয়েছি
রঙহীন, বড় ম্যাড়ম্যাড়ে,
নিজেকে শুধরাবো বলে করা প্রতিজ্ঞা
আমি ধুলার মতো ফেলে দিয়েছি ঝেড়ে।  
আমি ভালো ধার্মিকও ছিলাম না কখনো
কখনো ছিলাম না ভালো নামাজী,
প্রভুর হুকুম মানতে সততা দেখাইনি আমি
বরং ফাঁকি দিতে করেছি কারসাজি।
আমি ভাবতেই পারি না স্রষ্টার রহম  
আমার উপর  ভর করতে পারে
যা কিছু চেয়েছি   মন-প্রাণ দিয়ে  
তা থেকে বঞ্চিত হয়েছি নির্মম আকারে।
দুনিয়াতে আমি সর্বস্বান্ত এক প্রাণ
পরকালে ভালো পাবো -সে আশাও কম,
বড় অভাগা লাগে আমার নিজেকে প্রায়ই
জীবনের সংজ্ঞা আমার কাছে বড়ই নির্মম।